সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় সেনাবাহিনীর ভুয়া মেজর আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ২২ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম সোহেল। তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, চাকরি দেওয়ার নামে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, বিভিন্ন আবেদনপত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত সোহেল-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।