মঠবাড়িয়ায় মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি অভিযোগ ওসির বিরুদ্ধে

- আপডেট সময় : ০৬:০০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৪৫৪ বার পড়া হয়েছে
মাসুদ রানা: কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অভিযোগ করেছেন,পিরোজপুর জেলার মঠবাড়িয়ার থানা প্রশাসন বিশেষ করে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছেন এবং বিএনপির মান-মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে নানা কর্মকাণ্ড চালাচ্ছেন।
তিনি বলেন, “ওসি সাহেব কি বিএনপির সম্মান ভূলুণ্ঠিত না করা পর্যন্ত থামবেন না? বিশেষ একটি দলকে ক্ষমতায় আনতে আমাদের দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহণ করছেন। আবার সেই দলের নেতাদের তদবিরে আসামিকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হচ্ছে বা নাম কেটে দেওয়া হচ্ছে।”
এ আর মামুন আরও অভিযোগ করেন, সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে হয়রানি চালানো হচ্ছে, অথচ একটি বিশেষ দলের নেতাদের জনপ্রিয়তা বাড়াতে প্রশাসন নানা সুবিধা দিচ্ছে।
তিনি বিএনপির স্থানীয় নেতৃবৃন্দকে সতর্ক করে বলেন, “যদি আপনারা বিষয়টি গুরুত্বসহকারে না দেখেন তবে সাধারণ মানুষ আপনাদের জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন ভেঙে দেবে। নেতৃবৃন্দ কালোকে কালো, সাদাকে সাদা বলুন। সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করুন।”
তিনি আরও আহ্বান জানান, মিথ্যা মামলার বাদীদের সামাজিকভাবে বয়কট করার জন্য।
এ ছাড়াও মঠবাড়িয়া থানা প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।
মঠবাড়িয়া থানা প্রশাসনের কাছে সাংবাদিকও নিরাপদ নাই বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপর চাপিয়ে দেওয়া হয় গায়বি মামলা।