৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
ভিডিও ভাইরাল যুবককে গাছে বেঁধে মারধর

- আপডেট সময় : ১২:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
চোর অপবাদ দিয়ে কুমিল্লায় নুরে আলম (২২) নামের এক যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
রোববার (৫ অক্টোবর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। এর আগে শনিবার সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৪২ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর রোববার দুপুরে ঘটনাস্থল থেকে আবুল হাসেম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, নির্যাতনের শিকার নুরে আলমের পরিবারের সঙ্গে একই গ্রামের আবুল হাসেমের পরিবারের দীর্ঘ দিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে শনিবার ভোর রাতে টর্চলাইট নিয়ে গ্রামে মাছ ধরার সময় ‘মুরগী চুরি করতে এসেছে’ এমন অপবাদ দিয়ে নুরে আলমকে আটক করে বাড়িতে নিয়ে যান আবুল হাসেম। শনিবার সকালে বাড়িতে গাছের সাথে বেঁধে আবুল হাসেমের নির্দেশে তাকে নির্যাতন চালায় হাসেমের মামাতো ভাই সোহেল ও প্রতিবেশী স্বপন। ভাইরাল হওয়া ভিডিওতে নির্যাতনের শিকার ওই যুবককে ‘মা..মা’ বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় স্থানীয় নারী-পুরুষরা উপস্থিত থাকলেও কেউ তাকে রক্ষায় এগিয়ে আসেনি। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে এ ঘটনার ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জড়িতদের গ্রেপ্তারের দাবি উঠেছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, ভাইরাল হওয়া ভিডিওটি রোববার নজরে আসার পরই ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার মূল হোতা আবুল হাসেমকে আটক করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জের ধরে মুরগী চোর সন্দেহে ওই যুবককে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। আহত ওই যুবক বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।