আগামী ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ডিসেম্বরে চালু

- আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
অবশেষে প্রতীক্ষার অবসান। আগামী ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা নভেম্বরে চালুর জন্য রাশিয়াকে অনুরোধ করেছিলাম। তবে তারা জানিয়েছে, ডিসেম্বরে এটি চালু করা হবে।”
তিনি আরও জানান, বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইতোমধ্যে এসে পৌঁছেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর বিশেষজ্ঞ দল প্রকল্পটি পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ দিয়েছে। সেগুলো বাস্তবায়নের পর তারা আবার এসে চূড়ান্ত সম্মতি দেবে।
তবে বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনো নির্ধারণ হয়নি বলেও জানান উপদেষ্টা।
পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু হলে দেশের জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
প্রসঙ্গত, ইউনিট-১-এর নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে এবং ইউনিট-২ এর কাজ শুরু হয় ২০১৮ সালে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এ প্রকল্পে।