পিরোজপুরে ১০৫ পিস ফিন্সিডিল উদ্ধার করেছে পুলিশ
- আপডেট সময় : ০১:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
পিরোজপুরে মোঃ রমজান শিকদার ওরফে ফেন্সী রমজান নামে এক মাদক ব্যবসায়ীর বাসা থেকে ১০৫ পিস ফিন্সিডিল উদ্ধার করেছে জেলা পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর নাছিমা মন্জিল বাসা থেকে এ ফিন্সিডিল উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী
রমজান শিকদার সদর উপজেলার বাশবাড়ীয়া এলাকার মৃত শাহ আলমের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার
খাঁন মুহাম্মদ আবু নাসের এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স)মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে থানা ও ডিবি পুলিশ যৌথভাবে মাছিমপুর বলাকা ক্লাব রোডের নাছিমা মন্জিলে বুধবার বেলা ১১ টায় অভিযান চালিয়ে হোল্ডিং নং- ২১৬৪, বাসা হতে ১০৫ বোতল ফিন্সিডিল উদ্ধার করা হয়।এ সময় আসামী মাদক কারবারি মোঃ রমজান শিকদার ওরফে ফেন্সী রমজান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন গণমাধ্যমকে জানান,মাদক ব্যবসায়ী মোঃ রমজান শিকদার ওরফে ফেন্সী রমজান পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নাম-পরিচয় গোপন করে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।এ বিষয় পিরোজপুর সদর থানায় নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। পিরোজপুর শহরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে