মঠবাড়িয়ায় জোর পূর্বক বসতঘর ভেঙে জমি দখল করার চেষ্টা
- আপডেট সময় : ১১:২৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় জোর পূর্বক বসতঘর ভেঙে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি মেহেদী হাসান মামুন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঠবাড়িয়া পৌরশহরের ৭ নং ওয়ার্ড মিরুখালী রোডের পূর্ব কলেজ পাড়া নামক স্থানে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার প্রতিবাদ করলে তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। এবিষয়ে ভুক্তভোগী ছোহরাফ হোসেনের স্ত্রী আছিয়া খাতুন মঠবাড়িয়া নির্বাহী অফিসারের বরাবরে ৪ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মঠবাড়িয়া পৌরশহরের মিরুখালী রোডের পূর্ব কলেজ পাড়া নামক স্থানের বাসিন্দা ছোহরাফ হোসেন ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে বসতঘর তুলে পরিবারের লোকজন নিয়ে বসবাস করে আসছে। এদিকে বেতমোড় রাজপাড়া ইউনিয়নের বাসিন্দা মহিউদ্দিন মোল্লার ছেলে মেহেদী হাসান মামুন ভুক্তভোগীদের এক ওয়ারিশের জমি ক্রয় করে তার সীমানা পর্যন্ত ওয়াল দিয়ে পাকাভবন তৈরি করে বসবাস করে আসছে। কিন্তু বর্তমানে সরকার পদত্যাগ করার সুযোগে মেহেদী হাসান মামুন ভুক্তভোগী অসহায় পরিবারকে হুমকি দামকি দিয়ে জোর পূর্বক জমি পাওয়ার দাবিতে লোকজন নিয়ে বসতঘর ভেঙে ফেলে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাঁধা প্রদান করলে তাদের উপরে হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। ভুক্তভোগী আছিয়া খাতুন জানান, আমার স্বামী দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার সুযোগে মেহেদী হাসান মামুন জমি পাওয়ার দাবিতে আমাদের বসতঘর ভেঙে জোর পূর্বক জমি দখল করার চেষ্টা চালায়। মেহেদী হাসান মামুনের বসতঘরের সামনের সীমানার বাহিরে তার জমির উপরে চলাচলের রাস্তা রয়েছে। সেই রাস্তার জমি হিসেবে না দিয়ে আমাদের বসতঘর ভেঙে জমি দখল করার চেষ্টা চালায়। আমরা অসহায় বিধায় কোন জায়গায় অভিযোগ দিয়ে বিচার পাই নাই। বিষয়টি সম্পর্কে জানার জন্যে অভিযুক্ত মেহেদী হাসান মামুনের কাছে জানতে চাইলে তিনি বসতঘর ভাংচুর করার বিষয়টি স্বীকার করে বলেন, আমি ছোহরাফ হোসেনের সীমানার মধ্যে জমি পাবো। অনেক জায়গায় শালিস বৈঠক বসলেও আমাকে কোন ফয়সালা দেননা।