মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত তিন
- আপডেট সময় : ০৫:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিন জন গুরুতর আহতের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ২৭ মার্চ বুধবার সাড়ে ১২টার দিকে উপজেলার মঠবাড়িয়া সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামে ঘটেছে।
অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা মাওঃ মোঃ রুহুল আমীন মোল্লার ছেলে নিয়াজ মোল্লা, নুর মোহাম্মদ মাস্টারের ছেলে মেহেদী হাওলাদার, খোকন হাওলাদারের ছেলে ইসমাইল হাওলাদার, মৃত রুস্তম হাওলাদারের ছেলে মিজানুর রহমান সহ একদল ভাড়াটিয়াদের বিরুদ্ধে। আহতরা হলেন নারী কহিনুর বেগম (৫০) উত্তর মিঠাখালী গ্রামের বাসিন্দা মুনসুরের স্ত্রী, ইমরান (২২) খলিলুর রহমানের ছেলে ও জাহিদুল ফরাজী (৩০) রফেজ মুন্সির ছেলে।
জানা যায়, কিছুদিন আগে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কথার কাটাকাটি হয়। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে আহত ইমরান মাঠে ক্রিকেট খেলা অবস্থায় প্রতিপক্ষরা তাকে ধাওয়া করে। একপর্যায় ইমরানকে ধাওয়া করলে তিনি দৌড়ে গিয়ে অন্য এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে গিয়ে প্রতিপক্ষরা ইমরানকে মারধর করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে ভর্তি করান। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।
এব্যাপারে সম্পর্কে অভিযুক্ত মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে আমাদের উপরে আক্রমণ করেন। এতে আমাদেরও তিনজন আহত হয়।
বিষয়টি সম্পর্কে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।