মঠবাড়িয়ায় শিশু অপহরণ মুক্তিপন না দিলে হত্যার হুমকি ;থানায় মামলা
- আপডেট সময় : ০১:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
গত ৮ এপ্রিল সন্ধ্যায় রানী বেগম ইফতার তৈরি নিয়ে ব্যাস্ত সেই ফাকে দুই বছরের শিশু মোঃ রোহন’কে অপহরণ করেন সুমন আকন(২৪),মুক্তিপন না দিলে হত্যার হুমকি সহ নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।
ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরতলী গ্রামে।
রোহানের মা বলেন, ইফতার তৈরির কাজ শেষ করে ছেলেকে খোজাখুজি করে না পেয়ে দিশেহারা অবস্থায় আমরা ।
হঠাৎ সন্ধ্যা ৭টার দিকে একই এলাকার সেলিম আকনের ছেলে সুমন আকন মুঠোফোনে জানান তাদের ছেলে রোহান আবুল কালাম হাওলাদারের কাছে রাখা আছে তার সাথে কথা বলতে হবে ।
রানী বেগম(৪০) বাদুরতলী গ্রামের দুলাল হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানাযায়,সুমন,কালাম,ইউসুফ সহ আরও কয়েকজন মিলে বাড়ির সামনের রাস্তা থেকে শিশু রোহন কে অপহরণ করেন।
জানাযায়, আবুল কালাম হাওলাদারের সাথে রানী বেগম এর বোনের মেয়ে সুমি আক্তারের গত ৫ বছর পূর্বে বিবাহ হয় । তাদের দাম্পত্ত জীবনে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিছুদিন যাওয়ার পরে আবুল কালাম হাওলাদার (৪১) এর সাথে সুমি আক্তার এর বনাবুনি না হওয়ায় ডিভোর্স হয়।
সুমন আকনের কথা অনুযায়ী কালাম এর কাছে ছেলেকে ফেরৎ চাইলে শিশু রোহনকে নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন নগদ লাখ টাকা ও পাচঁ ভরী স্বর্ন না দিলে রোহনকে মেরে ফেলার হুমকি দেয়। পরে একাধিকবার ফোন করে তাদের দাবীকৃত মুক্তিপনের টাকা দাবী করে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে।
এব্যাপারে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং সুমন আকনের একটি মোটরসাইকেল থানায় জব্দ করা হয়েছে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।