মঠবাড়িয়া বসতঘর কেরাসিন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
- আপডেট সময় : ০৬:৫০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বেতমোর ইউনিয়নের পূর্ব রাজপাড়া গ্রামে।
সরেজমিনে গিয়ে জানাজায়, ঘরের মালিক রাজু মিয়া(২৫) একটি মাদ্রাসায় চাকরি করে, তিনি ২৮ এপ্রিল পরিবার নিয়ে তার শশুর বাড়িতে বেরাতে জান।
১মে বুধবার বাড়িতে ফিরে এসে দেখে সব পুড়ে শেষ।
এব্যাপারে রাজু মিয়া জানান, আমার দাদা মোঃ ইউনুস এর নিকট থেকে ৮ কাটা জমি আমি ও আমার বোন জান্নাতী আক্তার, মোসাঃ বেবী’গন সাব কবলা দলিল মূলে ক্রয় করে ঘর উত্তোলন করে বসবাস করে আসছি।
প্রতিপক্ষ মৃত ফুল মিয়ার ছেলে আলম হাং (৬৫)মৃত লাল মিয়ার ছেলে বাবুল হাং, মৃত আক্কেল আলীর ছেলে শাহ জালাল হাং, ও আলম হাং এর ছেলে বেল্লাল আমার জমিজমা জোর পূর্বক দখল করার পায়তারা করে আসছে।
এছাড়াও গালিগালাজ সহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। তারাই আমার ঘরে কেরাসিন দিয়ে আগুন লাগিয়ে দিছে।
তাদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিলো জিডি নং-৯২২
এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।