মঠবাড়িয়ায় বসতঘর ভাংচুর সহ প্রান নাশের হুমকির অভিযোগ
- আপডেট সময় : ০৭:৩১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হলেও স্বাধীনতার সাধ গ্রাহন করতে পারেনি লুতফার রহমান ৬ই আগস্ট বসতঘর থেকে বৈদ্যুতিক মিটার খুলে মালামাল লুটপাট করে বসতঘর ভাংচুর করে আগুন দেয়া সহ বাড়ির গাছপালা কর্তন করে নিয়ে গেছে প্রতিপক্ষরা ।
ঘটনাটি ঘটেছে ৬ আগস্ট মঙ্গলবার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের লুৎফর রহমান হাওলাদারের বাড়িতে। ভুক্তভোগী লুৎফর রহমান হাওলাদার ধানীসাফা গ্রামের মৃত খোরসেদ আলী হাওলাদারের ছেলে।
ভুক্তভোগী পরিবার জানান,বসত ঘরে থাকা নগদ ৫লাখ টাকা,৬ বড়ি স্বর্নলংকার যার বাজার মূল্য ৭লাখ২০হাজার টাকা এবং বাড়ির বিভিন্ন ধরনের গাছ কেটে নিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় ২০হাজার টাকা সহ ঘর ও ঘরে থাকা থাকা মালামাল ও প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায় এতে প্রায় ২২,০০,০০০/- টাকার ক্ষয়ক্ষতি হয়।
লুতফার রহমান জানান, আমি ও আমার ভাই শহিদ বীর মুক্তিযোদ্ধা আব্দল রশিদ হাওলাদার তার মেয়ে রেকসোনা আক্তার রাণীর সকল সম্পত্তি আমার ত্বতবধনে সন্ত্রাসীর আমার ও রেকসোনা আক্তার রাণীর ভোগ দখলীয় ওয়ারিশ সূত্রে ও দলিল ও রেকার্ড মূলে ক্রয় কৃত সহায় সম্পত্তি জোর পূর্বক জবর দখল করে ঘরে আগুন মারপিট ও লুটপাঠ করে সকল কিছু নিয়ে যায়। যাহার পরিপ্রেক্ষিতে গত ৬আগস্ট দুপর ১২টার দিকে হঠাৎ এমাদুল ও একদল সন্ত্রাসী সংগে নিয়া আমাদের জীবনের তরে শেষ করিয়া দেওয়ার উদ্দেশ্যে ঘরে আগুন সহ সকল কিছু ভাংচুর করে নিয়ে যায়। এ সময় আমি বাধা দিলে সন্ত্রাসীর আমাকে মারাত্বাক জখম করে। সন্ত্রাসীদের কার্যকলাপে প্রতিবাদ করিলে আমাদের উপর মারাত্মক ভাবে ক্ষিপ্ত হয় এবং হুমকি প্রদর্শন করে
এব্যাপারে মঠবাড়িয়া সেনা ক্যাম্প বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।